
আজ ১৫-ই মার্চ আলিয়া ভাট এর ৩০-তম জন্মদিন! ১৯ বছর বয়েসে কারান জোহারের ‘Student Of The Year’ মুভিতে ২০১২ সালে তার সর্ব প্রথম এন্ট্রি হয়। তারপর থেকে সে আর কখোনো পিছনে ফিরে তাকাইনি। এক এর পর এক Bollywood তারকাদের সাথে কাজ করতে থাকেন, কখনো অমিতাব বচ্চন,কখোনো সাহারুখ খান বা কখোনো Hollywood এর তারকাদের সাথে এক এর পর এক সুপের হিট ছিনেমা করে চলেছেন।
তারপর রিশি কাপুরের ছেলে Ranbir Kapoor এর সাথে বিয়ে করে এখন এক বাচ্চা সহ দুজনেই মাতা পিতা।
আজ Alia Bhatt এর Happy Birthday, সমস্ত দুনিয়া জুড়ে তার Fan এরা সবাই অবিনন্ধন জানাচ্ছে। অন্নান্য Celebrety রা ও পিছিয়ে নেই, সবাই খুব আদরের সহিত আলিয়া কে এই ৩০তম জন্মদিনের সুভেচ্ছা জানাচ্ছে।
FilmFare প্রখ্যাত এওয়ার্ড অরগানাইজেসন ও এই ছবি টি ট্বইট করে তাকে সুভেচ্ছা জানালেন।
ফ্যানেরা সবাই Social Media te ঝড় তুলে দিচ্ছে, তার কিছুদিন আগে রিলিজ হওয়া গাঙ্গু বাই মুভির ভিডিও দিয়ে।
আমরা News3.in Team থেকে জানায় জন্মদিনের অনেক সুভেচ্ছা।